Posts

জলন্ত দিগন্ত

Image
 

পড়ন্ত বিকেল

Image
 “জীবন শিখিয়ে দিলো সময় কতো কঠিন হতে জানে সময় জানিয়ে দিলো প্রকৃতি কত কঠিন হতে জানে”

চিন্তাধারা

 আমাদের আশেপাশে এমন কয়েকজন যুক্তিবিদদের খুঁজে পাবেন, যারা সব বিষয়ে বিতর্কিত মন্ত্যব্য করে আলোচনায় থাকার চেষ্টা করে৷ আপনি হয়তো একটা কাজ করতে যাচ্ছেন সেখানে একটা বিতর্কিত মন্ত্যব্য করে nagetive impact সৃষ্টি করবে৷ ফলে আপনি হয়তো ভাল উদ্দ্যেশে কাজটা করতে চাচ্ছেন কিন্তু বিতর্কিত কথাটি নিয়ে ভাবতে ভাবতে লক্ষ্যভ্রষ্ট হবেন৷ পৃথিবীর সবকিছুতেই ভাল মন্দ আছে৷ আমি বুঝিনা মানুষ কেন ভাল দিকটা বাদে খারাপটা নিয়েই বেশি আলোচলা করে৷ কর্দমাক্ত পানি যতই নাড়বেন ততই ঘোলা হবে পরিষ্কার কিন্তু হবে না ৷ সব কাজে ভাল দিকটা আগে দেখুন খারাপ দিকটা এমনিতেই দূরে সরে যাবে৷ আর এই সস্তা যুক্তিবিদদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন৷ তারা কোনদিন ভাল কিছু দেখেনি আর দেখতেও পারবে না৷ 

আয়ত্ব

 গ্রীক দার্শনিক এরিস্টটল বলেছেন, তিন পদ্ধতিতে মানুষকে নিজের আয়ত্বে আনা যায়৷  1. ETHOS 2. LOGOS 3. PATHOS এই তিন্তি পয়েন্ট একটা উদাহরণ দিয়ে বোঝা যাক৷ মনে করেন আমাকে একটা টুথপেস্ট বিক্রি করতে হবে 1. ETHOS মানে হচ্ছে আমি আমার Authority কে ব্যবহার করবো সুবিধা দেখানোর জন্য৷ এই টুথপেস্টকে কিনুন কেননা 90% dentists একে ভাল বলে স্বীকৃতি দিয়েছেন৷  2. LOGOS অর্থ logic. আমি বলবো এই টুথপেস্ট কিনুন কেননে এতে ক্লোরাইড আছে যা আপনার দাঁতকে জীবানুর হাত থেকে রক্ষা করবে৷  3. PATHOS আর LOGOS সম্পূর্ণ বিপরীত৷ PATHOS emotion. আমি emotionally আপনাকে attack করবো৷ আমি বলবো আপনি এই টথপেস্ট কিনবেন কেননা এতে দেশের লবণ আছে৷   সবচেয়ে শক্তিশালী, যুক্তিহীন,illigal point হচ্ছে PATHOS. পৃথিবীতে যতো জাতিগত দাঙ্গা , জঙ্গি গোষ্ঠী PATHOS দ্বারাই তৈরি করা হয়৷ 

জীবনের হাইড্রা

 জীবন একটা creative game এর মতো৷ এক level পার করে অন্য level এ যেতে হয়৷ game এর  level এর মতো জীবনেও ধাপে ধাপে সমস্যা আছে৷ এক সমস্যা সমাধান করে আরেক সমস্যা সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়৷ কোনো সমস্যা এরকম যাদের সমাধান করতে গিয়ে আরও চারটি সমস্যার সৃষ্টি হয়৷ like Hydra. এসব সমস্যা সমাধান করে নিজেকে hero ভাবা গাধার সমান৷ এসব সমস্যাকে ignore করতে হয়৷ জীবন নামক  game-এ এর সমাধান এমনিতেই আসবে৷ game creator এর সমাধান দিয়েই রেখেছেন৷ শুধু আমাদের এইটুকু ভাবতে হবে কোনটা ignore করবো আর কোনটা করবো না৷ আপনারা হয়তো ভাবছেন তাতে কি? একটা সমস্যা যেহেতু সমাধান করতে পেরেছি আর চারটাও পারবো৷  এখানে একটা কথা বলে রাখি, একটি আদর্শ বিক্রিয়া কখনই উৎপাদ অপেক্ষা বেশি বর্জ্য উৎপন্ন করে না৷

কবি ও কবিতা

 আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতা থাকবে কয়েক মুহূর্ত, আমার আগেও তো ছিল কতো কবি , তারা এসেছে আবার চলেও গেছে , সবাই তো কেবল মহাকালের একটা অংশ,  কোনো একদিন বাকিদের মতো আমারো হবে বিদায়,  কোনো একদিন আমার চাইতেও ভাল কবি আসবে , কোনো একদিন তোমাদের চাইতেও ভাল পাঠক আসবে,  সেদিন আমার অথবা আমাদের কথা কেউ কি মনে রাখবে? আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতা থাকবে কয়েক মুহূর্ত৷