জীবনের হাইড্রা

 জীবন একটা creative game এর মতো৷ এক level পার করে অন্য level এ যেতে হয়৷ game এর  level এর মতো জীবনেও ধাপে ধাপে সমস্যা আছে৷ এক সমস্যা সমাধান করে আরেক সমস্যা সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়৷ কোনো সমস্যা এরকম যাদের সমাধান করতে গিয়ে আরও চারটি সমস্যার সৃষ্টি হয়৷ like Hydra. এসব সমস্যা সমাধান করে নিজেকে hero ভাবা গাধার সমান৷ এসব সমস্যাকে ignore করতে হয়৷ জীবন নামক  game-এ এর সমাধান এমনিতেই আসবে৷ game creator এর সমাধান দিয়েই রেখেছেন৷ শুধু আমাদের এইটুকু ভাবতে হবে কোনটা ignore করবো আর কোনটা করবো না৷ আপনারা হয়তো ভাবছেন তাতে কি? একটা সমস্যা যেহেতু সমাধান করতে পেরেছি আর চারটাও পারবো৷ 

এখানে একটা কথা বলে রাখি, একটি আদর্শ বিক্রিয়া কখনই উৎপাদ অপেক্ষা বেশি বর্জ্য উৎপন্ন করে না৷

Comments

Popular posts from this blog

কবি ও কবিতা