Posts

Showing posts from May, 2021

আয়ত্ব

 গ্রীক দার্শনিক এরিস্টটল বলেছেন, তিন পদ্ধতিতে মানুষকে নিজের আয়ত্বে আনা যায়৷  1. ETHOS 2. LOGOS 3. PATHOS এই তিন্তি পয়েন্ট একটা উদাহরণ দিয়ে বোঝা যাক৷ মনে করেন আমাকে একটা টুথপেস্ট বিক্রি করতে হবে 1. ETHOS মানে হচ্ছে আমি আমার Authority কে ব্যবহার করবো সুবিধা দেখানোর জন্য৷ এই টুথপেস্টকে কিনুন কেননা 90% dentists একে ভাল বলে স্বীকৃতি দিয়েছেন৷  2. LOGOS অর্থ logic. আমি বলবো এই টুথপেস্ট কিনুন কেননে এতে ক্লোরাইড আছে যা আপনার দাঁতকে জীবানুর হাত থেকে রক্ষা করবে৷  3. PATHOS আর LOGOS সম্পূর্ণ বিপরীত৷ PATHOS emotion. আমি emotionally আপনাকে attack করবো৷ আমি বলবো আপনি এই টথপেস্ট কিনবেন কেননা এতে দেশের লবণ আছে৷   সবচেয়ে শক্তিশালী, যুক্তিহীন,illigal point হচ্ছে PATHOS. পৃথিবীতে যতো জাতিগত দাঙ্গা , জঙ্গি গোষ্ঠী PATHOS দ্বারাই তৈরি করা হয়৷ 

জীবনের হাইড্রা

 জীবন একটা creative game এর মতো৷ এক level পার করে অন্য level এ যেতে হয়৷ game এর  level এর মতো জীবনেও ধাপে ধাপে সমস্যা আছে৷ এক সমস্যা সমাধান করে আরেক সমস্যা সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়৷ কোনো সমস্যা এরকম যাদের সমাধান করতে গিয়ে আরও চারটি সমস্যার সৃষ্টি হয়৷ like Hydra. এসব সমস্যা সমাধান করে নিজেকে hero ভাবা গাধার সমান৷ এসব সমস্যাকে ignore করতে হয়৷ জীবন নামক  game-এ এর সমাধান এমনিতেই আসবে৷ game creator এর সমাধান দিয়েই রেখেছেন৷ শুধু আমাদের এইটুকু ভাবতে হবে কোনটা ignore করবো আর কোনটা করবো না৷ আপনারা হয়তো ভাবছেন তাতে কি? একটা সমস্যা যেহেতু সমাধান করতে পেরেছি আর চারটাও পারবো৷  এখানে একটা কথা বলে রাখি, একটি আদর্শ বিক্রিয়া কখনই উৎপাদ অপেক্ষা বেশি বর্জ্য উৎপন্ন করে না৷

কবি ও কবিতা

 আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতা থাকবে কয়েক মুহূর্ত, আমার আগেও তো ছিল কতো কবি , তারা এসেছে আবার চলেও গেছে , সবাই তো কেবল মহাকালের একটা অংশ,  কোনো একদিন বাকিদের মতো আমারো হবে বিদায়,  কোনো একদিন আমার চাইতেও ভাল কবি আসবে , কোনো একদিন তোমাদের চাইতেও ভাল পাঠক আসবে,  সেদিন আমার অথবা আমাদের কথা কেউ কি মনে রাখবে? আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতা থাকবে কয়েক মুহূর্ত৷ 

জিন(Gene) কী?

Image
বংশাণু বা জিন (ইংরেজি Gene) জীবন্ত প্রাণের বংশগতির আণবিক একক। এটি বৈজ্ঞানিক সম্প্রদায় কর্তৃক ব্যাপকভাবে ব্যবহৃত হয় মূলত ডাইঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) এবং রাইবোনিউক্লিক এসিড (আরএনএ) এর প্রসারিত অর্থে যা পলিপেপটাইড বা একটি আরএনএ শৃঙ্খলকে গঠন করে। জীবন্ত প্রাণী বংশাণুর ওপর নির্ভর করে, কারণ তারা সকল প্রোটিন এবং গঠনমূলক আরএনএ শৃঙ্খলকে স্বতন্ত্রিত করে। বংশাণু প্রজাতির তথ্যধারণ করে এবং প্রাণীর কোষকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমেই প্রজাতির গুণ অব্যাহত থাকে। সমস্ত জৈবিক বৈশিষ্ট্যধারণকারী প্রাণীর বংশাণু আছে। ইংরেজি জিন শব্দটি এসেছে গ্রীক শব্দ জেনেসিস থেকে যার অর্থ "জন্ম" বা জিনোস থেকে যার অর্থ "অঙ্গ"। জিন কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান সেন ১৯০৯ সালে। বর্তমানে বংশাণুর সংজ্ঞা হল " বংশাণুসমগ্র পরস্পরার একটি চিহ্নিতকরণযোগ্য অঞ্চল, যা বংশগতির একক ধারণ করে এবং এটি নিয়ন্ত্রক অঞ্চল, প্রতিলিপি অঞ্চল, এবং অন্য কার্যিক ক্রম অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত "। বড় বংশাণুগুলি এক ধরনের  নিউক্লিয়ার   প্রতিলিপি  যা ৫০০ কেবি (১ কেবি - ১,০০০ বেস পেয়ার) বা  ক্রোমোজোমাল   ডিএন