চিন্তাধারা

 আমাদের আশেপাশে এমন কয়েকজন যুক্তিবিদদের খুঁজে পাবেন, যারা সব বিষয়ে বিতর্কিত মন্ত্যব্য করে আলোচনায় থাকার চেষ্টা করে৷ আপনি হয়তো একটা কাজ করতে যাচ্ছেন সেখানে একটা বিতর্কিত মন্ত্যব্য করে nagetive impact সৃষ্টি করবে৷ ফলে আপনি হয়তো ভাল উদ্দ্যেশে কাজটা করতে চাচ্ছেন কিন্তু বিতর্কিত কথাটি নিয়ে ভাবতে ভাবতে লক্ষ্যভ্রষ্ট হবেন৷ পৃথিবীর সবকিছুতেই ভাল মন্দ আছে৷ আমি বুঝিনা মানুষ কেন ভাল দিকটা বাদে খারাপটা নিয়েই বেশি আলোচলা করে৷ কর্দমাক্ত পানি যতই নাড়বেন ততই ঘোলা হবে পরিষ্কার কিন্তু হবে না ৷ সব কাজে ভাল দিকটা আগে দেখুন খারাপ দিকটা এমনিতেই দূরে সরে যাবে৷ আর এই সস্তা যুক্তিবিদদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন৷ তারা কোনদিন ভাল কিছু দেখেনি আর দেখতেও পারবে না৷ 

Comments

Popular posts from this blog

কবি ও কবিতা

জীবনের হাইড্রা